দারাজ, অ্যামাজন, আলিবাবা, ইভ্যালির মতো

ই-কমার্স সাইট ডেভেলপ করতে চান?

আমাদের ডেভেলপ করা ই-কমার্স ওয়েবসাইটের কিছু সুবিধা নিচে উল্লেখিতঃ

✅ আমাদের ডেভেলপ করা ওয়েবসাইটে ১ মিলিয়ন প্রোডাক্ট আপলোড করতে পারবেন

✅ হাফ সেকেন্ডের মধ্যে পুরু সাইট লোড হয়ে যাবে, এতোটাই স্পিড/ লোড ব্যালেন্সিং করা হবে।

✅ দেশের বাহিরের নামকরা বড় কোম্পানীর ব্যাকআপ সহ হোস্টিং ও ডোমেইন

✅ পাওয়ারফুল এডমিন প্যানেল

✅ ন্যাটিভ অ্যাপস

✅ ডেলিভারী বয় অ্যাপস

সতর্কতা ও কিছু কথা ( ই-কমার্স )

সমস্যা গুলো কি হতে পারে

🎯 যদি ভেবে থাকেন ৫/১০ হাজারে ওয়েবসাইট তৈরী করবো, তা ভূলে যান। নিম্ম মানের হোস্টিং ও ফ্রি থিম, প্লাগিন বা টুলস ব্যবহার করে বানানো ওয়েবসাইটের বেশ কিছু প্রবলেম রয়েছে, তার মধ্যে –
১। প্রায় সময় আপনার ওয়েবসাইট সার্ভার ডাউন হবে।
২। কিছু দিন চলতে থাকার পর আপনার অজান্তে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে একসেস চলে যাবে অন্য জনের কাছে।
৩। সাইটে যখন কন্টেন্ট লোড হতে থাকবে এক সময় দেখবেন সাইট ইরর, সমস্ত কন্টেন্ট গায়েব।
৪। ট্রাফিক বুস্টিং মার্কেটিং করতে গিয়ে দেখবেন আপনার ওয়েবসাইটে সামান্য কিছু মানুষ ভিজিট করার পর সাইট ডাউন হয়ে গেছে ( Server Internal Error)।
৫। স্পামিং মেইল আসতে থাকবে, কিন্তু নিজে বিজনেস ইমেইল থেকে মেইল করতে পারবেন না।
৬। গুগল থেকে ডোমেনইকে ব্লক করে দিবে। কেউ সাইট ভিজিট করতে পারবেনা।

সমাধান কি?

🎯 এমন অনেক সমস্যায় প্রতিনিয়ত পড়বেন, তো যে ওয়েবসাইটের উপর আপনার বিজনেস করছে তার এতো সমস্যার সল্যুশন কি?
১। আমাদের নিজস্ব হাই-সিকিউরড সার্ভার রয়েছে, তাই নিশ্চিত থাকুন হাজার বছর আপনার ডাটা থাকবে সম্পূর্ণ নিরাপদ, স্পিড ভালো থাকবে, ২৪ ঘন্টা সাইট লাইভ থাকবে কোন রকম সমস্যা ব্যতীত। সার্ভার কখনো ডাউন হবেনা।
২। আমরা একটি লিমিটেড কোম্পানী তাই এটি কোন ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠান নয়। ৮ জন প্রতিষ্ঠাতা ও পরিচালক রয়েছে তাই ভ্যবিষৎ নিয়ে সংকিত হওয়ার কারন নেই।
৩। কথা কাজে মিল না পেলে আপনার টাকা শতভাগ ফেরত / সহজ রিফান্ড পলিসি রয়েছে, তাই নির্ভয়ে কাজ করবেন।
৪। ৩০ জনের ডেভেলপার টিম ও নিজস্ব কর্পোরেট অফিস বিল্ডিং থেকে বিজনেস পরিচালিত হয়, তাই আমাদের ঠিকানা এক।

Message From CEO,

প্রযুক্তিগত বিষয়গুলোর দিকে নজর দিতে গিয়ে আপনার ব্যবসায়ের আসল জায়গায় ফোকাস করতে পারছেন না হয়তো, তাই আপনি আপনার ব্যবসায়ে পূর্ণ মনযোগ দিন আর আপনার ব্যবসার প্রযুক্তি বিষয়ক ৩৬০ ডিগ্রি সল্যুশনের জন্য আমাদেরকে দায়িত্ব দিন।

এই ব্যবসায়িক প্রস্তাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে বহূদূর।

দিগন্ত হাসান রুবেল,
ফাউন্ডার & সিইও, টপার আইটি লিমিটেড