ফেসবুক পেইজ প্রমোট

কেন আপনার পেইজ প্রমোট করতে হবে?

কাস্টোমারের কাছে নিজের বিজনেস পেইজকে বিশ্বস্ত করে তুলতে আপনার পেইজটি প্রমোট করতে হবে। আপনি কোন রকম প্রতারণা না করে খুব ভালো ভাবে বিজনেস করছেন কিন্তু আপনার কাস্টোমার আপনাকে বিশ্বাস করতে পারছে না। কারন আপনার পেইজে লাইক/ ফলোয়ার ১০ হাজারের কম ।

অনেকেই বলেন যে, ইনভেষ্ট করে বসে আছি কিন্তু বিজনেস হচ্ছে না। প্রতিদিন বুস্ট করি কিন্তু বিজনেস হচ্ছে না।

কিন্তু কেন?

প্রতিটি কাস্টোমার অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রথমেই ফেসবুক পেইজে কি পরিমাণ ফলোয়ার আছে তা যাচাই করেন। আমাদের একটি বিশেষ  সার্ভে /জরিপ থেকে আমরা দেখেছি ১০ হাজারের কম লাইক / ফলোয়ার থাকা পেইজগুলো সেল খুব কম।

error: Content is protected !!
Scroll to Top